ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১২ মিনিট আগে
শিরোনাম

ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক আজ

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২০, ০৬:০৭  
আপডেট :
 ২৭ নভেম্বর ২০২০, ০৬:১৫

ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক আজ

ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের দুদিনের বৈঠক নাইজারে শুরু হচ্ছে আজ শুক্রবার। বাসস

বৈঠকে রোহিঙ্গা গণহত্যায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) মামলাটি এজেন্ডাগুলোর মধ্যে উঠে আসবে বলে আশা করা হচ্ছে।

ওআইসি মহাসচিব ড. ইউসুফ আল-ওথাইমিন এক বিবৃতিতে বলেন, কাউন্সিল অব ফরেন মিনিস্টারস (সিএফএম) রোহিঙ্গা মামলার জন্য তহবিল সংগ্রহের বিষয়টি নিয়ে আলোচনা করবে। এছাড়া মুসলিম বিশ্বের অন্যান্য বিষয় যেমন- ফিলিস্তিন, সহিংসতার বিরুদ্ধে লড়াই, চরমপন্থা ও সন্ত্রাসবাদ, ইসলামোফোবিয়া এবং ধর্মীয় মানহানির বিষয়ে আলোচনা করা হবে।

নাইজারের রাজধানী নিয়ামে ২৭ ও ২৮ নভেম্বর দুদিনব্যাপী ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের ৪৭তম এ অধিবেশনের আয়োজন করেছে ওআইসির জেনারেল সেক্রেটারির দপ্তর।

আরো পড়ুন: ওআইসি’র নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ এরদোয়ান

আরো পড়ুন: মিয়ানমারের বিরুদ্ধে জাতিসংঘের প্রস্তাবকে স্বাগত জানিয়েছে ওআইসি

বাংলাদেশ জার্নাল/এমএম

  • সর্বশেষ
  • পঠিত