ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৮ মিনিট আগে
শিরোনাম

প্রায় ১৭ বছর পর সম্মেলন

কালিয়াকৈর উপজেলা আ.লীগের সভাপতি মুরাদ, সম্পাদক রাসেল

  কালিয়াকৈর প্রতিনিধি

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২০, ১৬:৩০

কালিয়াকৈর উপজেলা আ.লীগের সভাপতি মুরাদ, সম্পাদক রাসেল
মুরাদ কবির ও রেজাউল করিম রাসেল

বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত হলো গাজীপুরের কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিকী সম্মেলন। সম্মেলনে মুরাদ কবির সভাপতি ও রেজাউল করিম রাসেল সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।

জাতীয় ও দলীয় পতাকা উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজ্জাম্মেল হক। সকাল থেকে অনুষ্ঠানস্থলে কালিয়াকৈরসহ গাজীপুরের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন নিয়ে জড়ো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কর্ণেল (অবঃ) ফারুক খান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, শিক্ষামন্ত্রী দিপু মনি, এমপি মির্জা আজম, এমপি মেহের আফরোজ চুমকি, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ প্রমুখ।

সম্মেলনে প্রধান অথিতির বক্তব্যে কর্নেল (অব.) মো. ফারুক খান বলেছেন, শুধু মুখে মুখে বঙ্গবন্ধু, শেখ হাসিনা ও আওয়ামী লীগ নয়। আমাদের প্রকৃতপক্ষে বঙ্গবন্ধুর বীর বাঙালি হতে হবে।

পরে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর দীর্ঘ আলোচনা করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত সভাপতি মুরাদ কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মেহের আফরোজ চুমকি, ইকবাল হোসেন সবুজ, সিটি মেয়র জাহাঙ্গীর আলম, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান প্রমুখ।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত