ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৫ মিনিট আগে
শিরোনাম

বঙ্গবন্ধু রেলসেতুর নির্মাণকাজের উদ্বোধন রোববার

  টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২০, ১৮:১৪  
আপডেট :
 ২৮ নভেম্বর ২০২০, ১৮:২৩

বঙ্গবন্ধু রেলসেতুর নির্মাণকাজের উদ্বোধন রোববার
ছবি: সংগ্রহ

রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এদিন সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতুর নির্মাণকাজের ভিত্তিফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী।

ইতোমধ্যে ভিত্তিপ্রস্থর স্থাপন ও নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।

এছাড়াও বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী আয়ূবুর রহমান।

রেলপথ মন্ত্রণালয়ের এক কর্মসূচি থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, বঙ্গবন্ধু সেতুর পশ্চিম ও পূর্ব প্রান্তে এই ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম প্রান্ত থেকে অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।

এর আগে গত শুক্রবার সন্ধ্যায় বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় (গোল চত্বর) এলাকায় স্থাপিত ভিত্তিফলক স্থান পরিদর্শন করেছেন স্থানীয় সাংসদ ছোট মনির।

জানা গেছে, জাপানের জাইকার আর্থিক সহায়তায় বঙ্গবন্ধু সেতুর থেকে ৩০০ মিটার উত্তরে ৪ দশমিক ৮ কিলোমিটার দীর্ঘ বঙ্গবন্ধু রেলসেতুটি নির্মাণ করা হবে।

আরো পড়ুন: পদ্মা সেতুর রেলসংযোগ প্রকল্পে খুব বড় সমস্যা নেই

বাংলাদেশ জার্নাল/এমএম

  • সর্বশেষ
  • পঠিত