ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

পদ্মার তীরে দেশে প্রথমবারের মতো ইলিশ উৎসব

  মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২০, ১৯:৩৫  
আপডেট :
 ২৮ নভেম্বর ২০২০, ২০:১৬

দেশে প্রথমবারের মতো ইলিশ উৎসব
পদ্মার তীরে ইলিশ উৎসব। ছবি: প্রতিনিধি

মুন্সীগঞ্জের মাওয়ার পদ্মার তীরে দেশে প্রথম বারের মতো পালিত হলো ইলিশ উৎসব। শুক্রবার দিনব্যাপী শিমুলিয়া ঘাটের নদী বন্দর মাঠে এ উৎসবের আয়োজন করা হয়।

প্রজন্ম বিক্রমপুরের আয়োজনে ও ব্যাংক এশিয়ার পৃষ্ঠপোষকতায় ৩৪টি স্টল বসিয়ে পদ্মা নদীর ইলিশসহ বিভিন্ন জাতের মাছ নিয়ে উৎসবটি মেলায় পরিণত হয়।

এ সময় দর্শনার্থীরা পদ্মার ইলিশ ক্রয়সহ স্টল থেকে ইলিশ ভাজা খেয়ে আনন্দ উপভোগ করেন।

ছবি ১:পদ্মার তীরে ইলিশ উৎসব

আয়োজক কমিটি জানান, বাঙালির ইতিহাস ঐতিহ্যের সাথে জড়িয়ে আছে ইলিশ। ইলিশ আমাদের জাতীয় সম্পদ। ইলিশ থেকে আমরা বৈদেশিক অর্থ উপার্জন করছি। স্বাদে ও বাণিজ্যে শীর্ষে পদ্মার ইলিশ।

ছবি ২:পদ্মার তীরে ইলিশ উৎসব

জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় ক্রেতা বিক্রেতাদের মাঝে জনসচেতনতার লক্ষেই এ ইলিশ উৎসবের আয়োজন করা হয়।

ছবি ৩:পদ্মার তীরে ইলিশ উৎসব

প্রজন্ম বিক্রমপুরের আহ্বায়ক মীর নাসির উদ্দিন উজ্জ্বলের সভাপতিত্বে ও সদস্য সচিব ব্যারিস্টার শিমুল কিবরিয়ার সঞ্চালনায়, মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মৃণাল কান্তি দাস, মুন্সীগঞ্জ জেলা প্রশাসন মনিরুজ্জামান তালুকদার, পুলিশ সুপার আব্দুল মোমেনসহ দেশের বরেণ্য ব্যক্তিবর্গ ইলিশ উৎসবে বক্তব্য রাখেন।

বাংলাদেশ জার্নাল/এনকে

  • সর্বশেষ
  • পঠিত