ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৩ মিনিট আগে
শিরোনাম

ইউএনও যখন আম্পায়ার!

  কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২০, ২০:৪৯  
আপডেট :
 ২৮ নভেম্বর ২০২০, ২০:৫৩

ইউএনও যখন আম্পায়ার!

পটুয়াখালীর কলাপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে টি-২০ ক্রিকেট লীগের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। এ খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন প্রধান অতিথি স্বয়ং উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক নিজেই।

উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শনিবার বিকালে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এ সময় ইউএনও'র সহযোগী আম্পায়ার হিসেবে ছিলেন সাইফুজ্জামান টুটুল ও শিক্ষক মোয়াজ্জেম হোসেন।

খেলায় রহমতপুর ইলেভেন স্টার একাদশ ও রোজ একাদশ অংশগ্রহণ করে। খেলায় রহমতপুর ইলেভেন স্টার একাদশ ৪৯ রানে জয়লাভ করে। ফাইনালে ম্যান অফ দ্যা ম্যাচের পুরস্কার লাভ করেন রহমতপুর ইলেভেন স্টারের ওসান। খেলায় অংশগ্রহণকারী প্রত্যেককে জাতির জনকের লোগো সম্বলিত মেডেল প্রদান করা হয়।

খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইলিয়াস খান রানা, খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুর রহিম। এছাড়া উপজেলার সাবেক স্বনামধন্য ক্রিকেটার বিল্লাল খান কাবুল, সাবেক ক্রিকেটার এবং ধারাভাষ্যকার মো. মাসুম খান, কল্লোল বিশ্বাস, কলাপাড়া পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পদক খালিদ খাঁনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে টি-২০ ক্রিকেট টুর্নামেন্টর ফাইনাল খেলাটি দেখার জন্য স্বাস্থ্যবিধি মেনে উৎসুক জনতার ভিড়ও কমতি ছিল না।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত