ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২১ মিনিট আগে
শিরোনাম

নির্মাণাধীন ভবনে টাইলস মিস্ত্রির লাশ

  বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২০, ১৪:২২

নির্মাণাধীন ভবনে টাইলস মিস্ত্রির লাশ
ছবি: প্রতিনিধি

বরিশাল নগরীর কলেজ এভিনিউ রোডে নির্মাণাধীন ৬ তলা ভবনের নিচতলা থেকে টাইলস মিস্ত্রী আব্দুল কুদ্দুসের (৫৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের দাবি, তার মৃত্যু স্বাভাবিক নয়। তাকে হত্যা করা হয়েছে।

রোববার দুপুরে মরদেহ ‍উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। ভবন মালিকপক্ষের দাবি, কুদ্দুস অসুস্থ ছিল, তবে মৃত্যুর বিষয়ে জানা নেই তাদের।

কুদ্দুসের বাড়ি ঝালকাঠি জেলায়। বরিশাল নগরীর পলাশপুর বস্তিতে একা থাকতেন তিনি। ওই ভবনে মাত্র ‍একদিন কাজ করেছেন কুদ্দুস।

ভবন মালিকের ভাগ্নে রাশেদ মাহমুদ অভি জানান, শনিবার সন্ধ্যা ৬টার দিকে চা খাওয়ার জন্য ওই ভবনের বাইরে যান কুদ্দুস। রাত ৮টার দিকে অন্য শ্রমিকরা কাজ শেষে চলে যায়। রোববার সকালে ভবনের নিচে কুদ্দুসের মরদেহ দেখে পুলিশে খবর দিলে তারা মরদেহ উদ্ধার করে। তবে কুদ্দুস অসুস্থ ছিল জানালেও তার মৃত্যুর বিষয়টি জানা নেই বলে দাবি করা হয়।

অপরদিকে কুদ্দুসের ভাতিজা জুয়েলের দাবি, তার চাচার মৃত্যু স্বাভাবিক নয়। তাকে হত্যা করা হয়েছে বলেই মনে করেন তিনি।

এ ব্যাপারে কোতোয়ালী মডেল থানার সহকারী কমিশনার মো. রাসেল জানান, প্রাথমিকভাবে খোঁজখবর নিয়ে তারা জানতে পেরেছেন কুদ্দুস অসুস্থ ছিল। তবে কুদ্দুসের ভাতিজা জুয়েলের অভিযোগ খতিয়ে দেখা হবে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত