ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৪ মিনিট আগে
শিরোনাম

মূর্তি ও ভাস্কর্য এক নয়: ধর্ম প্রতিমন্ত্রী

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২০, ১৮:১০

মূর্তি ও ভাস্কর্য এক নয়: ধর্ম প্রতিমন্ত্রী
সচিবালয়ে নিজ কার্যালয়ে নতুন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপন নিয়ে ধর্মভিত্তিক দলগুলোর আপত্তির জবাব দিয়েছেন নতুন দায়িত্ব পাওয়া ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। তিনি দাবি করেন, ‘ভাস্কর্য আর মূর্তি এক নয়। দুটোর মধ্যে পার্থক্য আছে। বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝি হচ্ছে।’

যারা এটা নিয়ে আন্দোলন করছেন তাদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধান করা হবে বলেও জানান নবনিযুক্ত এ ধর্ম প্রতিমন্ত্রী।

গত সপ্তাহে শপথ নেয়া ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান আজ রোববার সচিবালয়ে নিজ কার্যালয়ে প্রথম অফিস করেন। এ সময় তিনি সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এমনকি বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন।

কিছুদিন ধরে ভাস্কর্যকে মূর্তি হিসেবে আখ্যায়িত করে তা নির্মাণ বন্ধে আন্দোলন করছে হেফাজতে ইসলামসহ বিভিন্ন ধর্মভিত্তিক দল।

এটাকে ভুল বোঝাবুঝি আখ্যায়িত করে এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘ভাস্কর্য আর মূর্তি এক জিনিস নয়। পাকিস্তানে যান, ভারতে যান, সারা বিশ্বে যেকোনো রাষ্ট্রে যান না কেন, সব জায়গাতে ভাস্কর্য আছে। ভাস্কর্য যদি মূর্তি হয়, তাহলে টাকার ভেতরে বঙ্গবন্ধুর ছবি আছে, আগে যারা ছিলেন তাদের ছবি ছিল, সেগুলো পকেটে নিয়ে তো সবাই ঘুরে বেড়ায়।’

এসময় প্রতিমন্ত্রী নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, ‘মিসরে গিয়ে দেখেছি, সৌদি আরবেও আছে। বাংলাদেশে যারা এটা নিয়ে আলোচনা করছে, তাদের চিন্তা করতে হবে যে, মূর্তি আর ভাস্কর্য এক নয়।’

প্রতিমন্ত্রী জানান, ভাস্কর্যের যারা বিরোধিতা করছেন তাদের সঙ্গে তিনি বসবেন, আলোচনা করবেন।

ধর্ম প্রতিমন্ত্রী আরো বলেন, ‘আমরা যে ধর্মেরই হই না কেন, যার যার ধর্ম পালন করব। আমরা সবাই কমবেশি জানি, প্রত্যেক সম্প্রদায়ের মধ্যে কিছু দুষ্ট লোক থাকে, যারা তাদের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য সাম্প্রদায়িক সম্প্রীতির সুন্দর পরিবেশ নষ্ট করতে চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বাংলাদেশের সব দুষ্ট চক্রকে কঠোর হস্তে দমন করে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির সুন্দর পরিবেশ তৈরি করতে সক্ষম হয়েছে।’

ধর্ম মন্ত্রণালয়ের সাফল্যের কথা তুলে ধরে ফরিদুল হক খান বলেন, ‘প্রধানমন্ত্রীর সঠিক নির্দেশনার আলোকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে হজ ব্যবস্থাপনার যুগান্তকারী উন্নয়ন সাধিত হয়েছে। এছাড়া বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন, সারাদেশে মডেল মসজিদ নির্মাণ, মঠ-মন্দির, প্যাগোডা সংস্কার ও উন্নয়ন; মসজিদ, মন্দির, প্যাগোডাভিত্তিক শিশু ও গণশিক্ষাসহ বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হচ্ছে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘আগামী দিনে আপনাদের সবার সহযোগিতায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের কার্যক্রমকে আরও গতিশীল করতে চাই। এ ক্ষেত্রে আমি আপনাদের আন্তরিক সহযোগিতা পাবো বলে বিশ্বাস করি।’

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করবো। এ ক্ষেত্রে সবার আন্তরিক সহযোগিতা চাই। আমি বিশ্বাস করি, সবাই মিলে সততা, নিষ্ঠা ও দেশপ্রেম নিয়ে কাজ করলে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে পারবো, ইনশাআল্লাহ।’

আরো পড়ুন

কে এই নতুন ধর্ম প্রতিমন্ত্রী?

আজহারীকে ‘জামায়াতের প্রোডাক্ট’ বললেন ধর্ম প্রতিমন্ত্রী

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত