প্রকাশ : ২৯ নভেম্বর ২০২০, ২৩:৫৪
যৌতুকের দাবিতে স্ত্রীকে কুপিয়ে কারাগারে কনস্টেবল
বরিশালে যৌতুকের দাবিতে স্ত্রীকে কুপিয়ে জখম করার মামলায় স্বামী পুলিশ কনস্টেবল আনিছুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবু শামীম আজাদ রোববার বিকেলে ওই নির্দেশ দেন।
|আরো খবর
আনিছুর ভোলা জেলার সদর থানার কনস্টেবল। তিনি বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার চরখাগকাটা এলাকার আব্দুর রব হাওলাদারের ছেলে।
ট্র্রাইব্যুনাল সূত্র জানায়, ২০১৮ সালের ২৯ জুন আনিছুরের সাথে নগরীর কাউনিয়া এলাকার সুমি আক্তার হিরার বিয়ে হয়। সংসার জীবনে একটি কন্যা সন্তান রয়েছে। ২০১৯ সালের ২৭ আগস্ট সন্তান গর্ভে থাকাকালীন সময় আনিছুর তার স্ত্রীকে ৫ লাখ টাকা যৌতুক দাবিতে মারধর করে তাড়িয়ে দেন। ২০১৯ সালের ২৪ ডিসেম্বর দুপুরে আনিছুর ও তার সহযোগী রাসেল হাওলাদার পুনরায় জমি কিনতে সুমি আক্তারের কাছে ৫ লাখ টাকা যৌতুক চান। সুমি টাকা দিতে অপারগতা জানালে আনিছুর তাকে চাকু দিয়ে কুপিয়ে জখম করেন।
এ ঘটনায় গত ২ জানুয়ারি কোতোয়ালী মডেল থানায় আনিছুর রহমান ও তার সহযোগী রাসেলকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন।
গত ২৯ মার্চ তদন্ত কর্মকর্তা এসআই রোজিনা বেগম কনস্টেবল আনিছুরকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। ৮ নভেম্বর ট্রাইব্যুনাল আনিছুরের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। গত শনিবার থানা পুলিশ আনিছুরকে গ্রেপ্তার করে। রোববার আসামি আনিছুরকে ট্রাইব্যুনালে পাঠালে বিচারক তাকে কারাগারে প্রেরন করেন।
আরও পড়ুন-
ধর্মীয় ইস্যুতে উসকানি, নজরদারিতে অনেকে
সাক্ষ্য দিলেন আবরার ফাহাদের মামা
বাংলাদেশ জার্নাল/আর