প্রকাশ : ৩০ নভেম্বর ২০২০, ১৪:৫৯
মাস্ক না পরলে ‘জেল’
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে মানুষকে মাস্ক পরতে বাধ্য করার জন্য ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা বাড়ানোর নির্দেশনা আগেই দেয়া হয়েছিলো। এবার আরো কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। মাস্ক পরতে না চাইলে জেলে পাঠানোর ব্যবস্থা নেয়া হচ্ছে।
|আরো খবর
সোমবার মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এমন ঘোষণা দিয়ে বলেছেন, চলতি সপ্তাহ থেকে মাস্ক ব্যবহারে বাধ্য করার জন্য আরও কঠোরভাবে অভিযান পরিচালনা করা হবে।
তিনি আরো জানান, মাস্ক ব্যবহারে এই সপ্তাহ থেকে সর্বোচ্চ জরিমানা করা হবে। এক্ষেত্রে আরো ৮/১০ দিন দেখা হবে। না শুনলে এরপর প্রয়োজনে জেলে পাঠানো হবে।
এর আগে মানুষকে মাস্ক পরতে বাধ্য করতে (ফোর্স করা) নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। তিনি বলেছেন, বিষয়টি বেশি বেশি প্রচার করতে হবে। কারণ মাস্ক না পরলে যত কিছুই করা হোক কাজে আসবে না।
বাংলাদেশ জার্নাল/কেআই