ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৩ মিনিট আগে
শিরোনাম

ভিক্ষাবৃত্তি বন্ধে গরু বিতরণ

  রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২০, ১৬:৪৪

ভিক্ষাবৃত্তি বন্ধে গরু বিতরণ
রায়পুর উপজেলায় গরু বিতরণ। ছবি: প্রতিনিধি

লক্ষ্মীপুর রায়পুর উপজেলায় দুস্থ অসহায়, দরিদ্র ও অসচ্ছল পরিবারের পুনর্বাসন কর্মসূচীর অংশ হিসেবে সোমবার বিকেলে ২য় ধাপে ৩২টি পরিবারকে গরু প্রদান করা হয়েছে। প্রতিটি গরুর মূল্য ধরা হয়েছে ২৫ হাজার টাকা।

এভাবে উপজেলার ১০টি ইউনিয়নে ৮ জন করে পর্যায়ক্রমে ৮০টি পরিবারকে একটি করে গরু দেয়া হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

রবিবার (২৯ নভেম্বর) বিকালে লক্ষ্মীপুর জেলা প্রশাসনের উদ্যোগে ও গ্রেট ওয়াল সিরামিকের আর্থিক সহযোগিতায় রায়পুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়।

ভিক্ষুকমুক্ত দেশ গড়তে জেলা প্রশাসন এ উদ্যোগ বাস্তবায়ন করছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরীন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শাহিদুল ইসলাম। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মামুনুর রশিদ, পৌর মেয়র হাজী ইসমাইল খোকন, চরমোহনা ইউনিয়নের চেয়ারম্যান সফিক পাঠানসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিগণ।

বাংলাদেশ জার্নাল/এনকে

  • সর্বশেষ
  • পঠিত