ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১১ মিনিট আগে
শিরোনাম

হবিগঞ্জে ২১ কার্যদিবসে ২০৫ মামলা নিষ্পত্তি

  হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২০, ১৯:২১  
আপডেট :
 ৩০ নভেম্বর ২০২০, ১৯:৫৪

হবিগঞ্জে ২১ কার্যদিবসে ২০৫ মামলা নিষ্পত্তি
প্রতীকী ছবি

হবিগঞ্জে ২১ কার্যদিবসে রেকর্ড পরিমাণ ২০৫টি মামলা নিষ্পত্তি করেছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। বিষয়টিকে বাংলাদেশের বিচার ব্যবস্থায় যুগান্তকারী মাইলফলক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

চলতি বছরের ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ২০৫টি মামলার নিষ্পত্তি করতে গিয়ে ২৮১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। সবগুলো মামলারই নিষ্পত্তি করেন হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-০১ এর বিচারক সুদীপ্ত দাস।

আদালত সূত্রে জানা যায়, এই বিপুল সংখ্যক নিষ্পত্তিকৃত মামলার মধ্যে দীর্ঘদিনের ঝুলে থাকা বেশ কয়েকটি মামলাও রয়েছে। এর মধ্যে ২০০২ সালের ১টি, ২০০৩ সালের ১টি, ২০০৭ সালের ১টি, ২০০৯ সালের ১টি, ২০১০ সালের ৪টি, ২০১১ সালের ৬টি, ২০১২ সালের ৮টি, ২০১৩ সালের ২টি, ২০১৪ সালের ২টি, ২০১৫ সালের ৯টি, ২০১৬ সালের ১টি মামলা রয়েছে।

হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে স্পেশাল পিপি এডভোকেট আবুল হাসিম মোল্লা মাসুম বলেন, হবিগঞ্জ জেলায় আদালত প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত ২১ কার্যদিবসে কোন একক আদালতে এই বিপুল সংখ্যক মামলার নিষ্পত্তি হয়নি।

বাংলাদেশ জার্নাল/এনকে

  • সর্বশেষ
  • পঠিত