ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

দেশে ফিরল ভারতে পাচার হওয়া আট শিশু-নারী

  যশোর প্রতিনিধি

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২০, ০৪:৩২

দেশে ফিরল ভারতে পাচার হওয়া আট শিশু-নারী

ভাল কাজের প্রলোভনে ভারতে পাচার হওয়া এক শিশুসহ আট বাংলাদেশি নারীকে ফেরত পাঠিয়েছে ভারত সরকার।

সোমবার বিকেল ৫টার দিকে ট্রাভেল পারমিটের মাধ্যমে বাংলাদেশের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে ভুক্তভোগীদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার এসআই মোস্তাফিজুর রহমান বলেন, থানার কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে এদের জাস্টিস অ্যান্ড কেয়ার ও রাইটস যশোর নামে দুটি এনজিও সংস্থা গ্রহণ করেছে। পরবর্তীতে এনজিও সংস্থাগুলো তাদের পরিবারে কাছে হস্তান্তর করবে।

যশোর রাইটসের তথ্য অনুসন্ধান কর্মকর্তা তৌফিকুর জানান, ভুক্তভোগীরা ভালো কাজের আশায় বিভিন্ন সময় দালালের প্রলোভনে পড়ে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে পাচার হয়। পরে এরা ভারতের মুম্বাই শহরে পুলিশের হাতে আটক হয়।

পরবর্তীতে ভারতের মুম্বাই রেসকিউ ফাউন্ডেশন নামে একটি বেসরকারি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিয়ে দুই বছর নিজেদের শেল্টার হোমে রাখে। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি চালাচালির মাধ্যমে ট্রাভেল পারমিটে তাদের বাংলাদেশে ফেরত পাঠায়।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত