ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪০ মিনিট আগে
শিরোনাম

মাইজদীতে লাইসেন্সবিহীন হাসপাতাল বন্ধের নির্দেশ

  নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২০, ০৭:০০

মাইজদীতে লাইসেন্সবিহীন হাসপাতাল বন্ধের নির্দেশ

নোয়াখালীর মাইজদীতে বেসরকারি ইসলামীয়া হাসপাতালে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে ২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও একজনের ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাাম্যমাণ আদালত। একইসঙ্গে রেজিস্ট্রেশন না থাকায় হাসপাতালটিকে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার বিকেলে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার, মেডিকেল অফিসার মো. সৌরভ ও র‌্যাব -১১ এর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করে নোয়াখালী জেলা সিভিল সার্জন।

অভিযানে তারা হাসপাতালটিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ, হাসপাতালের অনলাইন রেজিস্ট্রেশন, ড্রাগ লাইসেন্স না থাকা, ১০ শয্যা হাসপাতালের জন্য জনবল না থাকা ও অব্যবস্থাপনাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে মালিকপক্ষের দুজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও হাসপাতালটিকে বন্ধ ঘোষণার জন্য নির্দেশনা দেয়। পুলক নন্দি নামে একজনকে আটক করে এক মাসের কারাদণ্ড, অনাদায়ে ৫০ হাজার টাকা জরিমানা করে।

এ বিষয়ে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার জানান, হাসপাতালটির লাইসেন্স না থাকায় মালিকপক্ষের দুজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও হাসপাতালটিকে বন্ধ ঘোষণার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

হাসপাতালটি তাদের কার্যক্রম বন্ধ না করলে পরবর্তীতে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত