ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২২ মিনিট আগে
শিরোনাম

ফুলবাড়ী পৌর নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিল

  দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২০, ১৬:০৪

ফুলবাড়ী পৌর নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিল
ছবি: দিনাজপুর ফুলবাড়ী পৌর নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিল

দিনাজপুরের ফুলবাড়ী পৌর নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে উৎসব মুখর পরিবেশে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীগণ মনোনয়ন পত্র দাখিল করেছেন।

মঙ্গলবার ১লা ডিসেম্বর সকাল থেকে সমর্থক ভোটারদেরকে সাথে নিয়ে নির্বাচন অফিসে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন।

উৎসব মুখর পরিবেশে প্রার্থীরা নিজ নিজ দলীয় সমর্থকদের নিয়ে উপজেলা নির্বাচন অফিসে উপস্থিত হয়ে মনোনয়ন পত্র দাখিল করেন, মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী খাজা মঈন উদ্দিন চিশতী, বিএনপি সমর্থিত প্রার্থী সাহাজুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র মুরতুজা সরকার মানিক, স্বতন্ত্র প্রার্থী মাহমুদ আলম লিটন মনোনয়নপত্র দাখিল করেন।

এ সময় সিনিয়র জেলা নির্বাচন অফিসার, রিটার্নিং অফিসার শাহিনুর ইসলাম প্রামাণিক ও সহকারি রিটার্নিং অফিসার, উপজেলা নির্বাচন অফিসার ওয়াজেদ আলী প্রার্থীদের মনোনয়ন পত্র গ্রহণ করেন।

সিনিয়র জেলা নির্বাচন অফিসার, রিটার্নিং অফিসার শাহিনুর ইসলাম প্রামাণিক জানান, এ পর্যন্ত মেয়র পদে মোট ৪ জন ও কাউন্সিলর পদে ২৭ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী প্রথম ধাপে আগামী ২৮ ডিসেম্বর, দিনাজপুর জেলার ফুলবাড়ি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। ফুলবাড়ি পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৯৩১ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১৩ হাজার ৫৫২ জন ও মহিলা ভোটার ১৪ হাজার ৩৭৯ জন। এ পৌরসভায় মোট ১০টি ভোট কেন্দ্রে ৯৪টি বুথে ভোট গ্রহণ হবে। প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই-বাছাই এর শেষ দিন ৩ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১০ডিসেম্বর এবং মার্কা বরাদ্ধ ১১ ডিসেম্বর।

বাংলাদেশ জার্নাল/এনকে

  • সর্বশেষ
  • পঠিত