ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৮ মিনিট আগে
শিরোনাম

হতদরিদ্রদের সেলাই মেশিন দিলেন আনোয়ার খান এমপি

  রামগঞ্জ (লক্ষীপুর) সংবাদদাতা

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২০, ১৭:৩০  
আপডেট :
 ০৩ ডিসেম্বর ২০২০, ২০:৪৫

হতদরিদ্রদের সেলাই মেশিন দিলেন আনোয়ার খান এমপি
দরিদ্রদের মধ্যে সেলাই মেশিন বিতরণ। ছবি: প্রতিনিধি

লক্ষীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান তার ব্যক্তিগত তহবিল ও মহিলা বিষয়ক অধিদপ্তরসহ যৌথ অর্থায়নে পৌরসভার হতদরিদ্রদের মাঝে ৭৫টি সেলাই মেশিন বিতরণ করেছেন। বুধবার রাতে উপজেলা পরিষদ অডিটোরিমে এসব মেশিন বিতরণ করা হয়।

রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ড. আনোয়ার হোসেন খান।

প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার হোসেন খান বলেন, আমাদের মূল লক্ষ্য হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়া। এজন্য কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। আমরা যদি বিভিন্ন এলাকায় হতদরিদ্র নারীদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে পারি তাহলে দেশ আরো এগিয়ে যাবে। সেজন্য তাদের সেলাই মেশিনসহ বিভিন্ন সহযোগিতা দিয়ে প্রশিক্ষণ দিতে হবে।

দরিদ্রদের হাতে সেলাই মেশিন তুলে দেন ড. আনোয়ার হোসেন খান এমপি। ছবি: প্রতিনিধি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ ক ম রুহুল আমিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলী, ভাদুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হোসেন ভুইয়া, কৃষক লীগের আবুল কাসেম মাস্টার, উপজেলা যুবলীগের আহ্বায়ক সৈকত মাহমুদ সামছু, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মাল, সাধারণ সম্পাদক মেহেদী হাসান শুভ প্রমুখ।

আরো পড়ুন: লক্ষ্মীপুরকে সমৃদ্ধ জেলা হিসেবে গড়ে তুলব: আনোয়ার খান এমপি

বাংলাদেশ জার্নাল/এনএম

  • সর্বশেষ
  • পঠিত