ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৭ মিনিট আগে
শিরোনাম

২৪ ঘণ্টায় ২৪ মৃত্যু

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২০, ১৫:০৭  
আপডেট :
 ০৪ ডিসেম্বর ২০২০, ১৫:৫১

২৪ ঘণ্টায় ২৪ মৃত্যু
ফাইল ছবি

মহামারী করোনায় সংক্রমিত হয়ে গেল ২৪ ঘণ্টায় সারাদেশে আরো ২৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬ হাজার ৭৭২ জনে।

একই সময়ে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছে আরো ২ হাজার ২৫২ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৪ লাখ ৭৩ হাজার ৯৯১ জনে।

শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত একদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ২ হাজার ৫৭২ জন রোগী সুস্থ হয়েছেন। সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ লাখ ৯০ হাজার ৯৫১ জনে।

গেল ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়। যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু। এদিকে, গেল ৯ মাসে করোনা শনাক্ত রোগী বেড়ে ৪ লাখ ৭৩ হাজার ৯৯১ জন হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত