ঢাকা, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১১ মিনিট আগে
শিরোনাম

পুলিশের লাঠিচার্জে পণ্ড ভাস্কর্যবিরোধী মিছিল

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২০, ১৫:৩০  
আপডেট :
 ০৪ ডিসেম্বর ২০২০, ২০:৫৭

পুলিশের লাঠিচার্জে পণ্ড ভাস্কর্যবিরোধী মিছিল
বায়তুল মোকাররমের সামনে ভাস্কর্যবিরোধী মিছিল। ছবি: নিজস্ব প্রতিবেদক

জুমার নামাজ শেষে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের সামনে থেকে বের করা ভাস্কর্যবিরোধী মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ। পুলিশি বাধায় একপর্যায়ে পণ্ড হয়ে যায় মিছিলটি। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

শুক্রবার (৪ ডিসেম্বর) জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেইট থেকে ভাস্কর্যবিরোধী মিছিলটি বের হয়। মিছিলটি পল্টনের দিকে যাওয়ার সময় বাধা দেয় পুলিশ। এসময় পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হয়।

পুলিশের ভাষ্যমতে, মুক্তমঞ্চ ও সম্মিলিত ইসলামী জোট নামে দুটি সংগঠন এ মিছিল ও সমাবেশে অংশ নিয়েছিল।

পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ছে বিক্ষোভকারীরা

মতিঝিল বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. জাহিদুল ইসলাম বলেন, প্রতি শুক্রবার বিভিন্ন সংগঠন প্রতিবাদ সমাবেশ বা মিছিল বের করতে আমাদের কাছে চিঠি দিয়ে অনুমতি চেয়ে থাকে। কিন্তু আজকে যারা মিছিল বের করেছে তারা আগে থেকে কোনো অনুমতি নেয়নি। অনুমতি ছাড়াই তারা বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেইট থেকে মিছিল বের করে।

বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টায় এক পুলিশ সদস্য

এ সময় দায়িত্বরত পুলিশ সদস্যদেরকে উপেক্ষা করে তারা মিছিল নিয়ে এগিয়ে যেতে থাকে। এভাবে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত মিছিল আসতে থাকে। এখান পর্যন্ত আমরা (পুলিশ) তাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করেছি যে, অনুমতি ছাড়া তারা এটা করতে পারে না। কিন্তু তারা তখনও কোনো কথা না শুনে কাকরাইলের কর্ণফুলী মার্কেটের সামনে পর্যন্ত চলে আসে। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ ভাস্কর্যবিরোধী মিছিল

তিনি আরও বলেন, আমরা পল্টনে ব্যারিকেড দিয়েছিলাম। তারা সেটা ভেঙে ফেলে। এরপর আমরা তাদের ছত্রভঙ্গ করে দিয়েছি।

আরো পড়ুন

ভাস্কর্যবিরোধীদের মাঠে নামতে দেবে না আওয়ামী লীগ

কালো কাপড়ে ঢাকা অপরাজেয় বাংলা ও রাজু ভাস্কর্য

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত