ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৫ মিনিট আগে
শিরোনাম

দুই জেলায় সড়কে ঝরলো ১৩ প্রাণ

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২০, ১৬:৩৪  
আপডেট :
 ০৪ ডিসেম্বর ২০২০, ১৬:৪৮

দুই জেলায় সড়কে ঝরলো ১৩ প্রাণ
সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণের উদ্যোগ। ছবি: সংগ্রহ

টাঙ্গাইল ও মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন একই পরিবারের ৬ জনসহ ১৩ জন। শুক্রবার ছুটির দিনে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কুর্নি এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ও মানিকগঞ্জের দৌলতপুরে এসব দুর্ঘটনা ঘটে।

মির্জাপুরে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেয়া হলে আরও দুজনের মৃত্যু হয়। অপরদিকে, মানিকগঞ্জে দৌলতপুরে নিহত হন ৭ জন। যাদের মধ্যে ৬ জন একই পরিবারের। নিহত অন্যজন অটোরিকশার চালক।

মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন জানান, রংপুর থেকে ছেড়ে আসা সেবা ক্লাসিক পরিবহনের একটি বাস ইচাইল এলাকায় বিকল হয়ে পড়ে। পরে মেরামতের জন্য বাসটি রাস্তার পাশে দাঁড় করানো হয়। সকাল সাতটার দিকে ঢাকাগামী সবজিভর্তি এক ট্রাক বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হয়। পরে হাসপাতালে নেয়া হলে আরও দুজনের মৃত্যু হয়।

আরো পড়ুন-টাঙ্গাইলে ট্রাকের ধাক্কায় নিহত ৬

মানিকগঞ্জের দৌলতপুর থানার ওসি রেজাউল করিম জানান, শুক্রবার বিকেল তিনটার দিকে দৌলতপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৬ জনই একই পরিবারের। নিহত অটোরিকশার চালক জামাল (৩২)।

একই পরিবারের নিহত ছয়জনের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার চাষাভাদরা গ্রামে। ঘটনার সময় তারা মানিকগঞ্জ শহরে ডাক্তার দেখাতে যাচ্ছিলেন। পথিমধ্যে দুর্ঘটনার মুখে পড়ে প্রাণ হারান সবাই।

আরো পড়ুন-একই পরিবারের ৬ জনসহ নিহত ৭

বাংলাদেশ জার্নাল/এনএম

  • সর্বশেষ
  • পঠিত