ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

তৃণমূলের ভোটে রামগঞ্জে আওয়ামী লীগের পৌর মেয়র প্রার্থী বেলাল

  লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২০, ১৮:৪১  
আপডেট :
 ০৫ ডিসেম্বর ২০২০, ১৮:৫৫

তৃণমূলের ভোটে রামগঞ্জে আওয়ামী লীগের পৌর মেয়র প্রার্থী বেলাল
ছবি: নিজস্ব

লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায় আসন্ন পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের একাধিক নেতা নিজেদের দলীয় মেয়র প্রার্থী হিসেবে দাবি করায় তৃণমূল নেতাদের মধ্যে ভোট অনুষ্ঠিত হয়।

শনিবার গণতান্ত্রিক পদ্ধতিতে সর্বাধিক ৪৬ ভোট পেয়ে পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র বেলাল আহমেদ বিজয়ী হন।

দলীয় নির্বাচনে ৭০ জন পৌর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সাধারণ সম্পাদক ভোটাধিকার প্রয়োগ করেন। আওয়ামী লীগের বর্তমান মেয়র ও পৌর আওয়ামী লীগ সভাপতি আবুল খায়ের পাটোয়ারী পেয়েছেন ১৫ ভোট এবং পৌর আওয়ামী লীগের সহসভাপতি আকবর হোসেন পান ৯ ভোট।

এখন রামগঞ্জ পৌরসভা নির্বাচনে কে হবেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী সে সিদ্ধান্ত হবে গণভবনে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায়।

ছবি: প্রতিনিধি

মেয়র প্রার্থীর জনপ্রিয়তা যাচাই করতে দলের তৃণমূল নির্বাচনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন লক্ষ্মীপুর ১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য ও আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ড. আনোয়ার হোসেন খান, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযাদ্ধা আ ক ম রুহুল আমিন, রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি সফিক মাহমুদ পিন্টু।

বক্তারা বলেন, আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠন বলেই দলের প্রার্থী নির্বাচনে গণতন্ত্রকে প্রাধান্য দিয়ে থাকে।

বাংলাদেশ জার্নাল/এমএম

  • সর্বশেষ
  • পঠিত