ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

প্রতিটি ইউনিয়নে হবে বঙ্গবন্ধুর ভাস্কর্য

  নওগাঁ প্রতিনিধি

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২০, ২২:২১  
আপডেট :
 ১৯ ডিসেম্বর ২০২০, ০০:০৬

প্রতিটি ইউনিয়নে হবে বঙ্গবন্ধুর ভাস্কর্য
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। ছবি: সংগ্রহ।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দেশের প্রতিটি ইউনিয়নে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ করা হবে। আওয়ামী লীগের নেতা-কর্মীরা এখন থেকে প্রতিটি ভাস্কর্য পাহারা দেবেন।

শুক্রবার বিকেলে নওগাঁর মহাদেবপুর উপজেলা ছাত্রলীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

নওগাঁ-১ আসনের এই সংসদ সদস্য হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কেউ ভাস্কর্যে হাত দেয়ার দুঃসাহস করলে এখন আর প্রতিবাদ নয়, প্রতিহত করা হবে। দুর্বৃত্তদের কালো হাত ভেঙে দেয়া হবে।

সাধন চন্দ্র মজুমদার বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখতে হলে প্রতিটি স্কুল, কলেজ ও মাদ্রাসায় বাধ্যতামূলকভাবে শহীদ মিনার নির্মিত হওয়া উচিত। দেশে উগ্রবাদী গোষ্ঠী আবার মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। সবাইকে এ বিষয়ে সোচ্চার থাকতে হবে।

খাদ্যমন্ত্রী আরো বলেন, ছাত্রলীগকে এমন শক্তিশালী হতে হবে, যাতে ছাত্রলীগের হাতে বঙ্গবন্ধুর সোনার বাংলার পতাকা সুরক্ষিত থাকে।

বাংলাদেশ জার্নাল/এনএম

  • সর্বশেষ
  • পঠিত