ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৮ মিনিট আগে
শিরোনাম

বঙ্গোপসাগরে ১৮ জেলেসহ মাছ ধরা ট্রলার নিখোঁজ

  বরগুনা প্রতিনিধি

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২০, ১৫:৪৩  
আপডেট :
 ২২ ডিসেম্বর ২০২০, ১৫:৪৯

বঙ্গোপসাগরে ১৮ জেলেসহ মাছ ধরা ট্রলার নিখোঁজ
ফাইল ছবি

বরগুনা থেকে গভীর বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ১৮ জেলেসহ একটি ট্রলার নিখোঁজ হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা থানায় ওসি তরিকুল ইসলাম।

তিনি বলেন, সোমবার ১৮ জেলে নিখোঁজের বিষয়ে বরগুনা থানায় সাধারণ ডায়েরি করেছেন নিখোঁজ ফ বি হয়রত কায়েদ (র.) নামের ট্রলার মালিক বরগুনার বদরখালী ইউনিয়নের গুলিশাখালী গ্রামের নুরুল ইসলাম।

এসময় ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলেও জানান তরিকুল ইসলাম।

ট্রলার মালিক নুরুল ইসলাম বলেন, গত ৭ ডিসেম্বর গুলিশাখালী থেকে মাঝি ফারুক ১৭ জেলেকে নিয়ে বঙ্গোপসাগরের গভীরে ইলিশ মাছ শিকারে যায়। তারা ১২দিনের খাবারের জন্য চাল, ডাল ও সবজি নিয়ে যায়। এরপর তাদের ফিরে আসার কথা থাকলেও সোমবার পর্যন্ত ট্রলারের অবস্থান জানা যায়নি এবং ট্রলারের মাঝি বা জেলেদের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও কোনো সন্ধান মেলেনি।

নিখোঁজ ট্রলারের মাঝি ফারুকসহ সাতজনের বাড়ি ভোলা জেলায় এবং বাকিদের বরগুনার গুলিশাখালী এলাকায় বলে জানান নুরুল।

বাংলাদেশ জার্নাল/এমএম

  • সর্বশেষ
  • পঠিত