ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

পাহাড়ের ৩০০ কিমি পথ পাড়ি দেবেন ১০০ সাইক্লিস্ট

  রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২০, ১০:৩৬

পাহাড়ের ৩০০ কিমি পথ পাড়ি দেবেন ১০০ সাইক্লিস্ট
ছবি: সংগ্রহ

রাঙামাটির সাজেক থেকে বান্দরবানের থানছি। প্রায় ৩শ কিলোমিটার পাহাড়ি এই যাত্রাপথ পাড়ি দেবে দেশের ১০০ সাইক্লিস্ট।

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজিত বঙ্গবন্ধু ট্যুর ডি সিএইচটি এমটিবি (মাউনন্টেন বাইক) চ্যালেঞ্জ ২০২০ প্রতিযোগীতার মাধ্যমে তারা এ দীর্ঘ পথ পাড়ি দেবেন।

আগামী ২৮ ডিসেম্বর সকাল ৮ টায় রাঙামাটির সাজেক থেকে এ প্রতিযোগীতার উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ এমপি। ৩০ ডিসেম্বর বান্দরবান জেলার থানচি উচ্চ বিদ্যালয়ে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে এ প্রতিযোগীতা শেষ হবে।

প্রতিযোগীতায় তিন পার্বত্য জেলা থেকে ৪৫ জন এবং দেশের অন্যান্য জেলা থেকে ৫৫ জন মাউন্টেইন বাইকার অংশ নিবেন।

বুধবার বিকালে রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ সংবাদ সম্মেলন আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এ প্রতিযোগীতায় মূল আয়োজক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। এতে সহযোগীতা করবে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, তিন পার্বত্য জেলা পরিষদ, তিন পার্বত্য জেলা প্রশাসন, তিন পার্বত্য জেলা সেনা রিজিয়ন, তিন পার্বত্য জেলা পুলিশ প্রশাসন, তিন পার্বত্য জেলা বিজিবি সেক্টর, তিন পার্বত্য জেলার ফায়ার সার্ভিস, তিন পার্বত্য জেলা সিভিল সার্জন অফিস।

এতে বলা হয়, মাউনন্টেন বাইকাররা প্রথম ধাপে ২৮ ডিসেম্বর সাজেক থেকে রাঙামাটি চিংহ্লামং মারী স্টেডিয়াম পর্যন্ত ১৩০ কিমি, দ্বিতীয় ধাপে ২৯ ডিসেম্বর রাঙামাটি চিংহ্লামং মারী স্টেডিয়াম থেকে বান্দরবান স্টেডিয়াম পর্যন্ত ৯০ কিমি এবং তৃতীয় ধাপে ৩০ ডিসেম্বর বান্দরবান স্টেডিয়াম থেকে থানচি সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ পর্যন্ত প্রতিযোগীতায় অংশ নিবেন।

এ প্রতিযোগীতায় ১ম বিজয়ী পাবেন ৩ লাখ টাকা। ১ম রানার আপ পাবেন ২ লাখ টাকা। ২য় রানার আপ ১ লাখ টাকা। এছাড়া জেলা ভিত্তিক বিজয়ী বাইকাররাও পুরস্কার পাবেন। প্রতিযোগীতায় প্রত্যক বিজয়ীকে সার্টিফিকেট, মেডেল/ ক্রেস্ট প্রদান করা হবে।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান নুরুল আলম নিজামী বলেন, এ প্রতিযোগীতার মাধ্যমে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন পাহাড়ে নতুন মাত্রা যুক্ত করবে।

আরও পড়ুন- চাঁদার দাবিতে রোহিঙ্গা শিবিরের ত্রাণ কর্মকর্তাকে অপহরণ

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত