ঢাকা, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ আপডেট : ৬ ঘন্টা আগে
শিরোনাম

কর্মবিরতিতে রংপুর মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকরা

  রংপুর প্রতিনিধি

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২০, ১৮:৩১  
আপডেট :
 ২৫ ডিসেম্বর ২০২০, ১৮:৪৫

কর্মবিরতিতে রংপুর মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকরা
ছবি- সংগৃহীত

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এক ইন্টার্ন চিকিৎসকের সঙ্গে চতুর্থ শ্রেণির কর্মচারীর বাকবিতণ্ডার জেরে শুক্রবার সকাল থেকে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকেরা।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে চতুর্থ শ্রেণির এক কর্মচারী ওই ইন্টার্ন চিকিৎসকের কাছে গিয়ে ছাড়পত্র দিয়ে স্বাক্ষর চান। কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসক ব্যস্ততার কথা জানালে এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়।

এ ঘটনার জেরে গতকাল রাত থেকে হৃদ্‌রোগ বিভাগের ক্ষুব্ধ ইন্টার্ন চিকিৎসকেরা কর্মবিরতির ডাক দেন। পরে শুক্রবার সকাল থেকে অন্য ওয়ার্ডের ইন্টার্ন চিকিৎসকেরাও এ কর্মসূচিতে যোগ দেন।

এ বিষয়ে ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি সানাউল হুদা বলেন, আমরা কর্মবিরতিতে যেতে চাইনি। চতুর্থ শ্রেণির কর্মচারীরা প্রায় সময় ইন্টার্ন চিকিৎসকদের শাসিয়ে থাকেন। এ নিয়ে আমরা নিরাপত্তাহীনতায় থাকি। তাই আমরা কর্মবিরতি পালন করছি।

কর্মচারী ইউনিয়নের সভাপতি মশিউর রহমান জানান, পরিস্থিতি সমাধানে আজ সন্ধ্যায় একটি বৈঠক হওয়ার কথা রয়েছে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক রোস্তম আলী বলেন, ইন্টার্ন চিকিৎসকের কাজে যোগদান নিয়ে আলোচনা চলছে।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত