ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

ঢাকা জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড অন্তরা হালদার

  ধামরাই(ঢাকা) প্রতিনিধি

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২০, ১৬:১২

ঢাকা জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড অন্তরা হালদার
শ্রেষ্ঠ সহকারি কমিশনার (ভূমি) সম্মাননা পেলেন অন্তরা হালদার

২০২০ সালের সামগ্রিক কর্মদক্ষতা বিবেচনায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারি কমিশনার (ভূমি) সম্মাননা পেলেন ঢাকা জেলার ধামরাই উপজেলার সহকারি কমিশনার (ভূমি) অন্তরা হালদার।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপির ভার্চুয়াল উপস্থিতিতে এ সম্মাননা ও সনদপত্র হাতে তুলে দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোকাম্মেল হোসেন।

সামগ্রিক কর্মদক্ষতা বিবেচনায় এ বছর ঢাকা বিভাগের ১৪ জন কর্মকর্তা এ স্বীকৃতি পেয়েছেন বলে জানা গেছে।

প্রসঙ্গত, অন্তরা হালদার ধামরাই সহকারি কমিশনার (ভূমি) হিসেবে যোগদানের পর শুনানির মাধ্যমে স্থানীয় বিরোধ নিষ্পত্তি, স্বচ্ছতার সাথে ভূমি সেবা প্রদান, ভূমি সেবায় সহজীকরণ, সরকারি রাজস্ব আদায় বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখা, ভূমিহীন পরিবারগুলোর মধ্যে খাস জমি বরাদ্দের ব্যবস্থা করাসহ প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে সম্মুখসারীর করোনা যোদ্ধার দায়িত্ব পালন করে জেলা জুড়ে ব্যাপক আলোচনায় আসেন তিনি।

এ বিষয়ে ঢাকা জেলার শ্রেষ্ঠ সহকারি কমিশনার (ভূমি) অন্তরা হালদার বলেন, সরকারি স্বার্থ রক্ষার পাশাপাশি সরকারি সেবা জনগণের কাছে পৌঁছে দেয়ার লক্ষ্যেই আমরা কাজ করি। জেলায় শ্রেষ্ঠ হওয়ায় দায়িত্ব আরো বেড়ে গেলো এই অর্জনে ধামরাইবাসীও আমার সঙ্গে সমান অংশীদার। তাদের সহযোগিতা পেয়েছি বলেই আজকের এই সম্মাননা পেলাম।

এ সময় জুম কনফারেন্সের মাধ্যমে নরসিংদী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জার্নাল/এনকে

  • সর্বশেষ
  • পঠিত