ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

থার্টি ফার্স্ট নাইটে পুলিশের পোশাক পরে ডাকাতি

  মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২১, ০৯:৫০

থার্টি ফার্স্ট নাইটে পুলিশের পোশাক পরে ডাকাতি
সংগৃহীত ছবি

থার্টি ফার্স্ট নাইটে মানিকগঞ্জের সিংগাইরে পুলিশ পরিচয়ে এক বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌরসভা এলাকার ৪নং ওয়ার্ড কাংশা মডেল টাউনের পূর্ব পাশের মৃত ছাদেক আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।

শুক্রবার সিংগাইর থানায় বাড়ির মালিক শাহিদা আক্তার বাদী হয়ে একজনের নাম উল্লেখসহ কয়েকজনকে অজ্ঞাত করে মামলা করেছেন। পুলিশ শুক্রবার দুপুরের এ ঘটনায় রাকিব নামে প্রতিবেশী এক যুবককে গ্রেপ্তার করেছে। রাকিব পৌর এলাকার চর আজিমপুর গ্রামের মৃত এরশাদ আলীর ছেলে।

পুলিশ জানায়, বাড়ির গেট খোলা রেখে পরিবারের লোকজন টিভি দেখতেছিল। এ সময় পুলিশের পোশাক পরিহিত একজন, সিভিলে দুইজন ঘরে ঢুকে সাদেকের নামে ইয়াবা বিক্রির অভিযোগ তুলে ঘর তল্লাশি শুরু করে। এক পর্যায় পরিবারের লোকজনের জিজ্ঞাসায় তারা নিজেকে ডাকাত বলে পরিচয় দিয়ে সবাইকে জিম্মি করে নগদ এক লাখ ৮০ হাজার টাকা, স্বর্ণালংকার, তিনটি দামি মোবাইল নিয়ে গৃহকর্তীর মেয়ে রূপাকে (২৪) মাথায় আঘাত করে পালিয়ে যান। পরে পরিবারের সদস্যরা ডাকাত বলে চিৎকার করলে আশেপাশের লোকজন এগিয়ে আসে। ততক্ষণে তারা পালিয়ে যায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে।

সিংগাইর থানার অফিসার ইনচার্জ রকিবুজ্জামান জানায়, পুলিশের জ্যাকেট পরে প্রতারণা করেছে চক্রটি। এ বিষয়ে ওই বাড়ির মালিক শাহিদা আক্তার বাদী হয়ে একটি ডাকাতি মামলা করেছেন। এতে রাকিব নামে একজনকে আটক করা হয়েছে। অন্যদের আটকের চেষ্টা চলছে।

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত