ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

পি কে হালদারের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি

  নিজস্ব প্রতিনিধি

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২১, ১৮:২৫  
আপডেট :
 ০৮ জানুয়ারি ২০২১, ১৮:৩৭

পি কে হালদারের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি
ফাইল ছবি- পি কে হালদার

অর্থ আত্মসাৎ ও পাচারে অভিযুক্ত প্রশান্ত কুমার হালদারকে (পি কে হালদার) গ্রেপ্তারে তার বিরুদ্ধে রেড অ্যালার্ট নোটিশ জারি করেছে পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোল।

শুক্রবার বাংলাদেশ জার্নালকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন পুলিশ সদর দপ্তরের এআইজি মো. সোহেল রানা (মিডিয়া এন্ড পাবলিক রিলেশন)।

তিনি বলেন, ‘আমাদের অনুরোধে ইন্টারপোল আজ (শুক্রবার) তার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করেছে।’

এর আগে, গত ৫ জানুয়ারি পি কে হালদারের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করতে পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলের প্রতি আহ্বান জানায় বাংলাদেশ পুলিশের জাতীয় কেন্দ্রীয় ব্যুরো (এনসিবি)।

পিকে হালদারকে দেশে ফিরিয়ে আনা সংক্রান্ত আদালতের স্বপ্রণোদিত হয়ে জারি করা রুলের মামলায় পাঁচজনের আবেদনের পরিপ্রেক্ষিতে ২৫ জনের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট। পিপলস লিজিংয়ের কাছে পাওনাদার পাঁচ ব্যক্তি এ মামলায় পক্ষভুক্ত হয়ে তাদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন।

যে ২৫ জন ব্যক্তির বিদেশ যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে- ফাস্ট ফাইন্যান্সের হারুনুর রশিদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গর্ভনর এস কে সুর চৌধুরী, পিকে হালদারের বন্ধু উজ্জ্বল কুমার নন্দী, সামি হুদা, পি কে হালদারের চাচাতো ভাই অমিতাভ অধিকারী, অবন্তিকা বড়াল, ইন্টারন্যাশনাল লিজিংয়ের শামীমা, রুনাই, সাবেক সচিব ও ইন্টারন্যাশনাল লিজিংয়ের চেয়ারম্যান আই খান, আয়কর আইনজীবী সুকুমার মৃধা, অনিন্দিতা মৃধা, তপন দে, স্বপন কুমার মিস্ত্রি, অভিজিৎ চৌধুরী, রাজিব সোম, ব্যাংক এশিয়ার সাবেক এমডি ইরফানউদ্দিন আহমদ চৌধুরী, অঙ্গন মোহন রায়, নঙ্গ চৌ মং, নিজামুল আহসান, মানিক লাল সমাদ্দার, সোহেল শামস, পি কে হালদারকে তথ্য দিয়ে সহায়তাকারী মাহবুব মুসা, একিও সিদ্দিকী, মোয়াজ্জেম হোসেন ও পি কে হালদারের মা লীলাবতী হালদার।

পি কে হালদারের বিরুদ্ধে চারটি নন-ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট (এনবিএফআইএস) থেকে ১০ হাজার কোটিরও বেশি টাকা পাচারের অভিযোগ আছে।

আরও পড়ুন-

গার্লফ্রেন্ডদের অ্যাকাউন্টে পি কে হালদারের টাকা

পিকে হালদারসহ ২০ জনের পাসপোর্ট জব্দই থাকবে

পি কে হালদারের সহযোগীদের দুদকে তলব

বাংলাদেশ জার্নাল/আর/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত