ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

১৯ মার্চের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি মুক্তিযুদ্ধ মন্ত্রীর

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২১, ২০:২৭

১৯ মার্চের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি মুক্তিযুদ্ধ মন্ত্রীর

১৯৭১ সালের ১৯ মার্চ সশস্ত্র প্রতিরোধ দিবস উপলক্ষে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক।

তিনি বলেন, ‘আমরা দীর্ঘ ২৩ বছর ধরে পাকিস্তানি পেটুয়া বাহিনীর বিরুদ্ধে অনেকগুলো সশস্ত্র আন্দোলন করেছি। ২৬ মার্চের আগে ১৯ মার্চেই একমাত্র প্রথম ও শেষ প্রতিরোধ যুদ্ধ হয়েছে পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে। এটা স্বীকৃতির দাবি রাখে।’

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে ‘মহান স্বাধীনতা আন্দোলন ও মুক্তিযুদ্ধের সূচনায় তৃণমূল চিত্র এবং জাতীয় ইতিহাস’ শীর্ষক এক মুক্ত আলোচনা ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মোজাম্মেল বলেন, ‘১৯ মার্চ পাকিস্তানের বিরুদ্ধে অস্ত্র নিয়ে গুলি হয়েছে, এটা বাংলাদেশের ইতিহাসে অতীতে কখনও ঘটেনি। ১৯ মার্চ সশস্ত্র প্রতিরোধ শুরু হয়। ২৬ মার্চ থেকে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়। ১৯ মার্চ প্রথম ও শেষ সশস্ত্র প্রতিরোধ যুদ্ধ। সেজন্য এই দিবসটি পালন করার জন্য যারা উদ্যোক্তা, উনারা যে প্রচেষ্টা চালাচ্ছেন, আমি মনে করি এটা সময় উপযোগী এবং এটা স্বীকৃতির দাবি রাখে।’

মন্ত্রী বলেন, ‘চাইনিজ রাইফেল নিয়ে পাকিস্তানিদের বিরুদ্ধে পাল্টা গুলি করা হয়। আন্তর্জাতিক গণমাধ্যমেও এই সশস্ত্র গণবিদ্রোহের খবর প্রকাশিত হয়। কাজেই এটা নিঃসন্দেহে স্বাধীনতার গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট ছিল। এটা ঐতিহাসিকভাবে স্বীকৃতির দাবি রাখে। এই গৌরব কেবল গাজীপুরবাসীর জন্য নয়, সমস্ত জাতির জন্য গুরুত্বপূর্ণ একটি ঘটনা। জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি সফলকাম হোক।’

আরও পড়ুন- পি কে হালদারের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত