ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৯ মিনিট আগে
শিরোনাম

ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করুন

  গাজীপুর প্রতিনিধি

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২১, ২২:২১  
আপডেট :
 ০৮ জানুয়ারি ২০২১, ২২:৩৫

ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করুন

গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের দাবি জানিয়েছে সুপ্রিম কোর্ট বারের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

শুক্রবার বিকেলে পৌর এলাকার বেড়াইদেরচালা এলাকায় শ্রীপুর পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট কাজী খানের পক্ষে প্রচারণাকালে এক পথসভায় বক্তব্যকালে তিনি এ দাবি জানান।

তিনি বলেন, শুনেছি ইভিএম মেশিনে নাকি শয়তান ঢোকে। সিসি ক্যামেরা স্থাপন করলে শয়তানের শয়তানি জনসম্মুখে প্রকাশ পাবে। আওয়ামী লীগের প্রতি মানুষের ক্ষোভের জন্ম হয়েছে, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে জনগণ সেই ক্ষোভের জবাব দেবে। তাই সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে প্রত্যেকটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করুন।

তুহিন আহমেদের সভাপতিত্বে ও পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নাহিন আহমেদ মোমতাজীর সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন, ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এ কে এম ফজলুল হক মিলন, কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু, নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাড. কাজী খান, উপজেলা বিএনপির সভাপতি শাহ্জাহান ফকির, সাবেক সভাপতি আব্দুল মোতালেব ও সিরাজ উদ্দিন কাইয়া, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য সাখাওয়াত হোসেন সবুজ, হুমায়ুন কবির সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ডা. সফিকুল ইসলাম আকন্দ, আবুল মুনসুর মন্ডল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোসলেহ উদ্দিন মৃধা, বিএনপি নেতা মশিউর রহমান খান টিটু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম আবুল কালাম আজাদ, জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম মনির, সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন বেপারী প্রমুখ।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত