ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৫ মিনিট আগে
শিরোনাম

মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরলেন ড্রাইভার

  বগুড়া প্রতিনিধি

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২১, ১৬:০০  
আপডেট :
 ১১ জানুয়ারি ২০২১, ১৬:১১

মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরলেন ড্রাইভার
ছবি: প্রতিনিধি

বগুড়া শহরের নারুলী এলাকায় ব্যস্ততম চার রাস্তা মোড়ে (নারুলী স্কুলের পিছনে) ট্রাক-ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে।

সোমবার সকাল ৭টায় এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় কোনো হতাহত হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, শহরের নারুলী এলাকায় ব্যস্ততম চার রাস্তা মোড়ে বোনারপাড়া গামী ট্রেনের সঙ্গে একটি বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাকটি বালু নামিয়ে রেল ক্রসিং পার হচ্ছিল এ সময় বোনারপাড়া গামী ট্রেন আসলে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনটি বেশ কয়েকবার হুইসিল দিলেও ট্রাকের চালক তা শুনতে না পেয়ে রেল লাইনের উপর উঠে যায়। আর এতে সংঘর্ষের ঘটনা ঘটে।

ট্রাক চালক লাফিয়ে প্রাণ রক্ষা করেন। পরে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা রেকারের মাধ্যমে দুর্ঘটনা কবলিত ট্রাকটিকে সরিয়ে নেয়।

নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. জামিরুল ইসলাম ট্রেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, এই ব্যস্ততম এলাকায় রেল ক্রসিং এ স্থায়ী রেল ঘুমটি না থাকায় এরকম দুর্ঘটনা ঘটছে। এখানে একটি ঘুমটি বসিয়ে গেটম্যানের মাধ্যমে যানবাহন পারাপার করলে দুর্ঘটনা ঘটবে না।

বাংলাদেশ জার্নাল/এনকে

  • সর্বশেষ
  • পঠিত