ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৩ মিনিট আগে
শিরোনাম

সম্পর্ক মেনে নেয়নি পরিবার, জীবন দিলেন প্রেমিকযুগল

  পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২১, ১২:১৭

সম্পর্ক মেনে নেয়নি পরিবার, জীবন দিলেন প্রেমিকযুগল
বিষপানে প্রেমিক যুগলের আত্মহত্যা। ছবি সংগৃহীত

‘প্রেম যে কাঁঠালের আঠা, লাগলে পড়ে ছাড়ে না’ লাইনটি গানের হলেও কথাটা কিন্তু সত্যি। কিশোর বয়সে ভালোবাসা জিনিসটি ভয়ঙ্কর রূপ ধারণ করে। কিন্তু সে বয়সে তা মুখে প্রকাশ করতে পারে না। এ বয়সে লজ্জা বেশি কাজ করে বিধায় ভালোবাসা নামক জিনিসটি কিশোর-কিশোরী বয়সে খুব কষ্ট দিয়ে থাকে।

বাংলাদেশ জার্নালের পাঠকদের জন্য ভালোবাসার এমনই এক ভয়ঙ্কর পরিণতির গল্প তুলে ধরা হয়েছে আজকের প্রতিবেদনে।

ঘটনাটি পটুয়াখালীর রাঙাবালি উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের টুঙ্গিবাড়িয়া গ্রামের। সেখানে একই দিনে প্রাণ দিয়েছেন প্রেমিক ও প্রেমিকা। বিষপান করে এ প্রেমিকযুগল আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছেন চিকিৎসকরা।

মঙ্গলবার বিষপান করার পর সন্ধ্যার দিকে রাঙ্গাবালী থেকে ট্রলারযোগে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসার পথে তাদের মৃত্যু হয়।

স্থানীয়রা বলছেন, তাদের প্রেমের সম্পর্ক দুই পরিবার মেনে নেয়নি। এ কারণেই তারা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

নিহতরা হলেন- টুঙ্গিবাড়িয়া গ্রামের জহির প্যাদার ছেলে রাজিব (১৭) ও রিপন হাওলাদারের মেয়ে রাবেয়া (১৫)।

জানা গেছে, রাজিব ও রাবেয়া প্রতিবেশী ছিলেন। দুজনের মধ্যে অনেকদিন ধরে প্রেমের সম্পর্ক চলছিল। সম্প্রতি বিষয়টি পরিবারের মধ্যে জানাজানি হয়। কিন্তু পরিবারের লোকজন তাদের এই সম্পর্ক মেনে নেয়নি।

তাই অভিমান করে মঙ্গলবার রাত সাড়ে ৭টায় একসঙ্গে বিষপান করে বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। পরে তাৎক্ষণিকভাবে তাদের কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মোস্তফা কামাল বলেন, ‘প্রেমঘটিত কারণে বিষপানে দুজনেই মারা গেছেন। এ ঘটনায় কলাপাড়া থানায় অপমৃত্যু মামলা হয়েছে।’

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত