প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২১, ১৫:১৯
ধর্ষণের শিকার কিশোরীর আত্মহত্যা, চাচার ৪২ বছর কারাদণ্ড
জয়পুরহাট সদর উপজেলার হরিপুর গ্রামে ১৩ বছরের ভাতিজিকে ধর্ষণের দায়ে চাচা মাসুদ রানাকে (৪৪) ৪০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও তাকে ২ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও ২ বছরের কারাদণ্ড দেয়া হয়।
|আরো খবর
বৃহস্পতিবার দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. রোস্তম আলী এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত মাসুদ রানা সদর উপজেলার হরিপুর উত্তরপাড়ার আবুল কালাম আজাদের ছেলে। ঘটনার পর থেকেই তিনি এখনো পলাতক রয়েছেন।
মামলার বিবরণে জানা গেছে, ২০১২ সালের ৩০ জুন দুপুরে জয়পুরহাট সদর উপজেলার হরিপুর গ্রামে ওই কিশোরী প্রাকৃতিক ডাকে সাড়া দিয়ে বাড়ির পাশের একটি পাটক্ষেতে গেলে চাচা মাসুদ তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে ধর্ষক মাসুদ পালিয়ে যায়।
নিজের চাচার দ্বারা এমন ঘটনার শিকার হওয়ায় ২ জুলাই ওই কিশোরী লোকলজ্জায় সবার অজান্তে নিজ ঘরে কীটনাশক পান করে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করালে সেদিন রাতেই সে মারা যায়।
এ ঘটনায় পরদিন ওই কিশোরীর বাবা বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। পরে একই বছরের ১৮ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই দেওয়ান আসাদুল হক। এ মামলার দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত বৃহস্পতিবার এ রায় দেন।
বাংলাদেশ জার্নাল/এসকে