ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

ভ্যাকসিনের প্রথম লট আসবে ২৫-২৬ জানুয়ারি

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২১, ১৫:৫৮  
আপডেট :
 ১৪ জানুয়ারি ২০২১, ১৮:০৪

ভ্যাকসিনের প্রথম লট আসবে ২৫-২৬ জানুয়ারি
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, ২৫, ২৬ জানুয়ারি সেরাম থেকে ভ্যাকসিনের প্রথম লট আসবে। এর জন্য অ্যাপ তৈরি হয়েছে, ভ্যাকসিন দেয়ার স্থান ও সময় জানিয়ে দেয়া হবে।

এদিকে সুষ্ঠুভাবে ভ্যাকসিন দিতে জেলা-উপজেলায় গঠিত কমিটিকে সহায়তা করছে মন্ত্রণালয়। এর জন্য ৪২ হাজার কর্মীকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। ফ্রন্ট লাইনার ও বয়স্করা আগে ভ্যাকসিন পাবে বলে জানান মন্ত্রী।

এছাড়া কোভ্যাক্স থেকে ফাইজারের কিছু ভ্যাকসিনও আনা হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের ভ্যাকসিন প্রয়োগ ও বিতরণ সংক্রান্ত একটি সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ভ্যাকসিন প্রদানে সরকার পুরোপুরি প্রস্তুত রয়েছে জানিয়ে জাহিদ মালেক বলেন, দেশের সরকারি হাসপাতালগুলো থেকেই ভ্যাকসিন প্রদান করা হবে। জেলা পর্যায়ের প্রতিটি হাসপাতালে সংরক্ষিত কোল্ড রুমে প্রায় ৪ লাখ ২৫ হাজার ডোজ ভ্যাকসিন রাখার ব্যবস্থা করা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত