ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৬ মিনিট আগে
শিরোনাম

যুক্তরাজ্য ফেরতদের কোয়ারেন্টাইন শিথিল

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২১, ১৬:০৬  
আপডেট :
 ১৪ জানুয়ারি ২০২১, ১৬:২৬

যুক্তরাজ্য ফেরতদের কোয়ারেন্টাইন শিথিল
ফাইল ছবি।

যুক্তরাজ্য থেকে বাংলাদেশে আসা যাত্রীদের হোটেল বা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকার বাধ্যবাধকতার সময় ১৪ দিন থেকে কমিয়ে আনা হয়েছে চার দিনে।

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন নির্দেশনায় এই তথ্য পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন নির্দেশনায় বলা হয়, যুক্তরাজ্য থেকে যারা আসবেন, তাদের সবাইকে ৪ দিন বাধ্যতামূলকভাবে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। চারদিন পর নমুনা পরীক্ষায় করোনভাইরাসের সংক্রমণ পাওয়া না গেলে বাড়িতে গিয়ে তিনি বাকি ১০ দিনের (মোট ১৪ দিন) কোয়ারেন্টাইন সম্পন্ন করবেন।

আর চার দিন পর নমুনা পরীক্ষায় কারো সংক্রমণ ধরা পড়লে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থেকে সরকার নির্ধারিত হাসপাতালে আইসোলেশনে পাঠানো হবে। শুক্রবার থেকেই নতুন এ নিয়ম কার্যকর হবে বলে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার নির্দেশনায় জানানো হয়েছে।

যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন একটি ধরন দ্রুত ছড়াতে থাকায় গত দুই সপ্তাহ ধরে ব্রিটেন ফেরত সবাইকে বাধ্যতামূলকভাবে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছিল।

বাংলাদেশ জার্নাল/এমএম

  • সর্বশেষ
  • পঠিত