প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২১, ১৮:১৭
গুদাম ঘরে আটকে রেখে ধর্ষণ, দুই যুবক আটক
লালমনিরহাট সদর উপজেলার তিস্তা টোলপ্লাজা এলাকায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক করেছে সদর থানা পুলিশ।
|আরো খবর
বৃহস্পতিবার দুপুরে জেলার সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের পূর্বদালালপাড়া তিস্তা টোলপ্লাজা আফজালনগর এলাকায় রিপন নামে এক ব্যক্তির গুদাম ঘরে এই ঘটনা ঘটে।
আটকরা হলেন, কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙা ইউনিয়নের পশ্চিম দেবোত্তর এলাকার রেস্টুরেন্ট ব্যবসায়ী নির্মল চন্দ্র রায় (২৮) ও লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের পূর্ব দালালপাড়া তিস্তা টোলপ্লাজা আফজালনগর এলাকার আতিকুল ইসলাম(২৫)।
পুলিশ জানিয়েছে, অভিযোগ পেয়ে তাৎক্ষণিক ভুক্তভোগীকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই কিশোরী জানিয়েছে, তাকে ডেকে নিয়ে গিয়ে র্ধষণ করে নির্মল ও তার বন্ধু আতিকুল।
সদর থানার ওসি শাহ আলম বলেন, ভুক্তভোগীর থেকে প্রাপ্ত তথ্য আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখছি এবং তার পরিবারের লোকজনকে ডেকেছি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
আরও পড়ুন- ধর্ষণের শিকার কিশোরীর আত্মহত্যা, চাচার ৪২ বছর কারাদণ্ড
বাংলাদেশ জার্নাল/আর