ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

দিহানের সহযোগীদের নাম-পরিচয় প্রকাশের দাবি

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২১, ১৮:৪২  
আপডেট :
 ১৪ জানুয়ারি ২০২১, ১৮:৫২

দিহানের সহযোগীদের নাম-পরিচয় প্রকাশের দাবি

রাজধানীর কলাবাগানে ‘ও লেভেল’-এ পড়ুয়া শিক্ষার্থী আনুশকাকে শারীরিক নির্যাতন করে হত্যার অভিযোগে দায়ের করা মামলার দ্রুত বিচারসহ নানা দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মিছিল করা হয়েছে।

বৃহস্পতিবার ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানে মাস্টারমাইন্ড স্কুলের বাইরের রাস্তায় এই সমাবেশ ও মিছিল করে বাংলাদেশ মহিলা পরিষদ, বিভিন্ন মানবাধিকার সংগঠন ও হত্যার শিকার আনুশকার সহপাঠীরা। এসময় দিহানের সহযোগীদের নাম-পরিচয় প্রকাশ করার দাবিও জানানো হয়।

আনুশকার সহপাঠীরা বলেন, ‘আমরা একটি সুষ্ঠু ডিএনএ টেস্ট দেখতে চাই। এ ঘটনায় বাইরে থেকে যেন কোনো রকম চাপ সৃষ্টি করা না হয়, সেদিকে দৃষ্টি রাখতে সরকারের প্রতি আহ্বান জানাই।’

শিক্ষার্থীরা স্লোগানে বলেন, ‘আমরা বিচার দেখতে চাই। ইতোমধ্যে নানা চাপের আলামত দেখা যাচ্ছে, সেসব যাতে না প্রভাব ফেলে সেদিকে সতর্ক থাকতে হবে।’

আনুশকার বাবা আল আমিন আহমেদ বলেন, ‘ধর্ষণে সহযোগীদেরও চিহ্নিত করে বিচারের আওতায় আনা হোক।’

বাংলাদেশ জার্নাল/এফজেড/কেআই

  • সর্বশেষ
  • পঠিত