প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২১, ২০:৪১
মন্দিরের পুরোহিতের স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় এক মন্দিরের পুরোহিতের স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে শহরের পূর্ব পাইকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
|আরো খবর
পুলিশ জানিয়েছে, পূর্ব পাইকপাড়া এলাকার একটি বাসায় স্ত্রী-সন্তান নিয়ে ভাড়া থাকেন স্থানীয় একটি মন্দিরের পুরোহিত। ওই বাসার ছাদে বসে প্রায়ই মাদক সেবন করতেন কালু দাস।
বৃহস্পতিবার দুপুরে পুরোহিতের স্ত্রী বাসার ছাদে কাপড় শুকাতে গেলে কালু দাস তাকে পেছন থেকে মুখে চেপে ধরেন এবং ধর্ষণের চেষ্টা করেন। এসময় পুরোহিতের স্ত্রীর চিৎকার ও ধস্তাধস্তিতে কালু দাস পালিয়ে যায়।
এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে এখনও কোনো মামলা হয়নি। ঘটনার পর থেকে কালু দাস পলাতক আছেন। তাকে ধরতে অভিযান চলছে।
আরও পড়ুন- গুদাম ঘরে আটকে রেখে ধর্ষণ, দুই যুবক আটক
বাংলাদেশ জার্নাল/আর