ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

জমে উঠেছে হাকিমপুর পৌর নির্বাচনের প্রচার-প্রচারণা

  হিলি প্রতিনিধি

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২১, ২১:২১

জমে উঠেছে হাকিমপুর পৌর নির্বাচনের প্রচার-প্রচারণা
ছবি- প্রতিনিধি

আসন্ন দিনাজপুরের হাকিমপুর পৌরসভার নির্বাচনী প্রচার-প্রচারণা জমে উঠেছে। মাইকিং, পথসভা, গণসংযোগসহ চলছে বাড়িতে বাড়িতে ভোট প্রার্থনা। তবে এসব প্রচারে এগিয়ে রয়েছেন নৌকা মার্কার প্রার্থী বর্তমান মেয়র জামিল হোসেন চলন্ত।

বিজয় নিশ্চিত করতে ইতিমধ্যে সক্রিয়ভাবে মাঠে আছেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন প্রতাব মল্লিক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিম আহম্মেদ টুকু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তৌহিদসহ উপজেলা, পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

অন্যদিকে, বিএনপির ধানের শীষের প্রার্থী সাখোওয়াত হোসেন শিল্পীর প্রচারণায় পিছিয়ে রয়েছে। চোখে পড়ছে না জোর প্রচারণা, নেই নির্বাচনী ক্যাম্পও। এমনকি স্থানীয় বিএনপির শীর্ষ নেতাদেরও মাঠে দেখা যাচ্ছে কম।

এদিকে নির্বাচনে মেয়র পদে পাখা মার্কা নিয়ে লড়ছেন ইসলামি আন্দলোনের মনোনীত প্রাথী সুরুজ আলী শেখ এবং স্বতন্ত্র প্রার্থী মিসর উদ্দিন সুজন।

শেষ পর্যন্ত আগামি ৩০ জানুয়ারির নির্বাচনে লড়াইয়ে কে জিতে সেটাই দেখার অপেক্ষায় পৌরবাসি।

আরও পড়ুন- বেসরকারি উদ্যোগে টিকা দিতে তৈরি হচ্ছে নীতিমালা

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত