প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২১, ০০:১৫
হাতিরঝিলে ভাসছে লাশ
রাজধানীর হাতিরঝিলে পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে বেগুনবাড়ি সেতুর পূর্ব পাশে জলাশয় থেকে লাশটি উদ্ধার করা হয়।
|আরো খবর
গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার পরিদর্শক অপারেশন মোহাম্মদ গোলাম আযম।
তিনি বলেন, ‘মৃত ওই যুবকের আনুমানিক বয়স হবে ২২ বছর। যুবকের শরীরে কোনো আঘাতের চিহ্নও ছিল না। পরনে ট্রাউজার ছিল। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।’
তিনি আরো বলেন, ‘এখন পর্যন্ত ওই যুবকের নাম পরিচয় জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে।’
বাংলাদেশ জার্নাল/এইচকে/ওয়াইএ