প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২১, ১৫:৩৪
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে মঞ্চনাটক
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে মঞ্চস্থ হয়ে গেলো 'এখনো কৃতদাস' ও 'যশোর রোড' নামের দুটি নাটক।
|আরো খবর
গোপালগঞ্জ থিয়েটার ও নড়াইল ড্রামা সার্কেল এই মঞ্চ নাটকের আয়োজন করে।
স্থানীয় শেখ মনি অডিটরিয়ামে ৭১-এর যশোর রোডে পাক হানাদার বাহিনী নিরস্ত্র মানুয়ের ওপর যে হত্যাকাণ্ড ঘটিয়েছিল, সেই কাহিনী অবলম্বনে 'যশোর রোড' মঞ্চস্থ করা হয়।
নাটকের দৃশ্য
এরপর জীবন-জীবিকার প্রয়োজনে অনেক সম্ভাবনা হারিয়ে যায় গভীর অন্ধকারে। মুখোশধারী তথাকথিত মানুষেরা মেতে ওঠে নগ্নতায়। সেই কাহিনী নিয়ে 'এখনো কৃতদাস' মঞ্চস্থ করা হয়।
আব্দুল্লাহ আল মামুনের লেখা এ দুটি নাটকটি নির্দেশনা দেন শেখ আব্দুস সবুর।
নাটকের দৃশ্য
এ নাটকে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এহিয়া খালেদ সাদী। বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এ নাটকটি উপভোগ করেন।
বাংলাদেশ জার্নাল/এসকে