ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৪ মিনিট আগে
শিরোনাম

শান্তিপূর্ণ নির্বাচনে সরকার ইসিকে সহায়তা করবে

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২১, ১৬:৫২  
আপডেট :
 ১৫ জানুয়ারি ২০২১, ১৭:০৪

শান্তিপূর্ণ নির্বাচনে সরকার ইসিকে সহায়তা করবে
ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আসন্ন দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে সরকার বরাবরের মতোই নির্বাচন কমিশনকে (ইসি) সহায়তা করবে।

শুক্রবার সংসদ ভবন এলাকায় নিজের সরকারী বাসভবন থেকে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

এটা সরকারের দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, অতীতের ধারাবাহিকতায় নির্বাচন কমিশনকে সরকার সর্বাত্মক সহযোগিতা দেবে- এটা সরকারের দায়িত্ব। আগামীকাল ভোটাররা যাতে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে লক্ষ্যে নির্বাচন কমিশন সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।

“ইভিএম পদ্ধতিতে ভোটার টার্নআউট শতকরা ৬০ ভাগের বেশি, যা অত্যন্ত ইতিবাচক।“

এসময় ওবায়দুল কাদের দাবি করেন, দেশের রাজনৈতিক দলসমূহের মধ্যে আওয়ামী লীগের ভেতরেই আভ্যন্তরীণ গণতন্ত্র চর্চার সুযোগ সবচেয়ে বেশি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, দলের কেন্দ্রসহ অন্যান্য পর্যায়ের সবগঠিত কমিটি, উপকমিটি নিয়ে কেউ সংক্ষুব্ধ হলে বা কারো অভিযোগ থাকলে দলের গঠনতন্ত্র অনুযায়ী তারা আপিল করতে পারবেন।

প্রসঙ্গত, শনিবার দ্বিতীয় ধাপে দেশের ৬০টি পৌরসভায় সকাল ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২৮টিতে ইভিএমে ভোট হবে। সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট হবে।

আরও পড়ুন- ঢাকায় উইন্ডিজ শিবিরে করোনার হানা

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত