প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২১, ১৯:০৭
বিকাশে টাকা না পাঠানোয় সানজিদাকে হত্যা
ময়মনসিংহের তারাকান্দায় অপহরণের তিনদিনপর বাড়ির পাশের জঙ্গলে মিলল এক শিশুর লাশ।
|আরো খবর
শুক্রবার সকালে তার বাড়ির পাশের জঙ্গল থেকে সানজিদা আক্তারের (৭) লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।
নিহতের বাবা শাজাহান আকন্দ বলেন, গত মঙ্গলবার দুপুরে বাড়ির উঠান থেকে অপহরণ হয় তার মেয়ে সানজিদা। একটি চিরকুটে লিখে যাওয়া নাম্বারে তাদের সাথে যোগাযোগ করতে বলা হয়। কিন্তু নাম্বারটি বন্ধ পাওয়া যায়। বুধবার অপহরণকারীরা ফোন দিয়ে তাদের বিকাশ নাম্বারে ২০ হাজার টাকা পাঠাতে বলে। টাকা না পাঠানোয় লাশ হলো আমার মেয়ে। বুধবার থানায় সাধারণ ডায়েরি করলেও পুলিশ আমার মেয়েকে উদ্ধার করতে পারেনি। সকালে জঙ্গলে পাওয়া গেল তার লাশ।
তারাকান্দা থানার ওসি আবুল খায়ের বলেন, নাম্বার ট্যাকিং করে অপহরণকারীদের শনাক্ত করার চেষ্টা করছিল পুলিশ। কিন্তু আজকে সানজিদার লাশ পাওয়া গেল। পুরো বিষয়টি পুলিশ তদন্ত করছে। আশা করছি অচিরেই অপরাধীদের গ্রেপ্তার করতে সক্ষম হবো।
বাংলাদেশ জার্নাল/এসকে