প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২১, ২০:১১
প্রিন্ট
নাটোরের তিন পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী জয়ী
নাটোর প্রতিনিধি
দ্বিতীয় দফা নির্বাচনে নাটোরের নলডাঙ্গা, গোপালপুর ও গুরুদাসপুর পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
|আরো খবর
নলডাঙ্গা পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী মনিরুজ্জামান মনির ৩ হাজার ৬৩০ ভোট পেয়ে, গোপালপুর পৌরসভায় আওয়ামী লীগের রোকসানা মোর্তুজা লিলি ৬ হাজার ৭৭৮ ভোট পেয়ে এবং গুরুদাসপুর পৌরসভায় শাহনাজ আলী ৭ হাজার ৫৯৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে।
এই তিনটি পৌরসভার মধ্যে নলডাঙ্গা পৌরসভায় ইভিএম এ ভোটগ্রহণ করা হয়।
বাংলাদেশ জার্নাল/এনকে