প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২১, ২১:৪০
মাধবপুরে বিএনপির মানিক বিজয়ী
হবিগঞ্জের মাধবপুর পৌরসভার নির্বাচনে মেয়র পদে বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান মানিক বিজয়ী হয়েছেন। সিলেট বিভাগের প্রবেশদ্বার হিসেবে পরিচিত এই পৌরসভায় দ্বিতীয় ধাপে পৌর নির্বাচন অনুষ্ঠিত হয়।
|আরো খবর
শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৯টি ওয়ার্ডের ৯টি সেন্টারের ৪০টি কক্ষে বিরতিহীনভাবে নজিরবিহীন নিরাপত্তায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ করা হয়।
এ নির্বাচন সুষ্ঠু ও অবাধ করার লক্ষ্যে নির্বাচন কমিশন র্যাবের ৩টি টিম, ৪ প্লাটুন বিজিবি, ২২০ জন পুলিশ সদস্য, ও ৮১ জন আনসার বাহিনী ও নয়টি কেন্দ্রের মধ্যে প্রত্যেকটিতে ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক ছিলেন, এছাড়া ৯ জন প্রিজাইডিং অফিসার ও ৯ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও সার্বক্ষণিক দায়িত্ব পালনে ছিলেন।
ভোট গনণা শেষে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: মনিরুজ্জামান বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান মানিককে (ধানের শীষ প্রতীক) বেসরকারিভাবে মেয়র নির্বাচিত ঘোষণা করেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা প্রাপ্ত ফলাফল অনুযায়ী মোট বৈধ ভোটের সংখ্যা ১২৮৩৩টি।
বাংলাদেশ জার্নাল/এইচকে