প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২১, ১৭:৪২
ময়মনসিংহে ‘অপহৃত’ শিশু হত্যার ঘটনায় আটক ২
ময়মনসিংহে অপহৃত শিশু সানজিদা (৭) হত্যার ঘটনায় শনিবার দিবাগত মধ্যরাতে হত্যার প্রধান আসামি ইয়াসিন আকনসহ দুইজনকে হত্যার ঘটনায় দুইজনকে আটক করেছে র্যাব-১৪।
|আরো খবর
রোববার দুপুরে র্যাব-১৪ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে র্যাব-১৪ এর অধিনায়ক ইফতেখার উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, মুক্তিপণের জন্য হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। হত্যাকাণ্ডে আরো ২/৩ জনের সম্পৃক্ততার কথা জানা গেছে। গ্রেপ্তারকৃত প্রধান আসামি ইয়াসিন আকন হত্যার স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছেন বলেও জানান তিনি।
আরো পড়ুন: জঙ্গলে মিললো ‘অপহৃত’ সেই শিশুর লাশ
নিহতের বাবা শাজাহান আকন্দ বলেন, গত মঙ্গলবার দুপুরে বাড়ির উঠান থেকে অপহরণ হয় তার মেয়ে সানজিদা। একটি চিরকুটে লিখে যাওয়া নাম্বারে তাদের সাথে যোগাযোগ করতে বলা হয়। কিন্তু নাম্বারটি বন্ধ পাওয়া যায়। বুধবার অপহরণকারীরা ফোন দিয়ে তাদের বিকাশ নাম্বারে ২০ হাজার টাকা পাঠাতে বলে। টাকা না পাঠানোয় লাশ হলো আমার মেয়ে। বুধবার থানায় সাধারণ ডায়েরি করলেও পুলিশ আমার মেয়েকে উদ্ধার করতে পারেনি। সকালে জঙ্গলে পাওয়া গেল তার লাশ।
উল্লেখ্য, গত শুক্রবার ময়মনসিংহের তারাকান্দায় অপহরণের তিনদিন পর বাড়ির পাশের জঙ্গলে সানজিদার (৭) লাশ উদ্ধার করে পুলিশ।
বাংলাদেশ জার্নাল/এনকে