ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

ভাইয়ের স্ত্রীকে খুন করার ৭ বছর পর গ্রেপ্তার

  বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২১, ১৭:৫৪

ভাইয়ের স্ত্রীকে খুন করার ৭ বছর পর গ্রেপ্তার
ছবি: প্রতিনিধি

বরিশাল নগরীর শেরেবাংলা সড়কের মা মঞ্জিলের বাসিন্দা বিলকিস বেগমকে কুপিয়ে হত্যার ৭ বছর আলম শরীফকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার ভোররাতে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ফারহান লঞ্চ থেকে তাকে গ্রেপ্তার করে বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানা পুলিশ।

নিহত বিলকিস আসামি আলমের ছোট ভাই ছালাম শরীফের স্ত্রী।

অভিযানে থাকা এএসআই আব্দুর রাজ্জাক, এএসআই কামাল হোসেন ও এএসআই মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই লঞ্চে অভিযান চালিয়ে আলমকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। বিকেলে আদালতের বিচারক আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তারা আরো জানান, ২০১৩ সালের ১৪ ডিসেম্বর রাতে আলম ব্যাংকের চেক চুরি করে ১ লাখ টাকা লিখে বিলকিসকে স্বাক্ষর করতে বলেন। এ নিয়ে আলমের সাথে বিলকিসের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে আলম নিহত বিলকিসের ছেলের সামনে ধারালো অস্ত্র দিয়ে বিভিন্নস্থানে কুপিয়ে পালিয়ে যায়।

বিলকিসকে প্রথমে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে ভর্তি করা হয়। ৫১ দিন চিকিৎসার পর সে মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় বিলকিসের পিতা মফিজ উদ্দিন বাদী হয়ে একমাত্র আলম শরীফকে আসামি করে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করেন। ওই মামলার পর থেকে আলম পলাতক জীবনযাপন করছিলেন।

বাংলাদেশ জার্নাল/এনকে

  • সর্বশেষ
  • পঠিত