ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ১২ মিনিট আগে
শিরোনাম

ভারত থেকে উপহার আসছে ২০ লাখ টিকা

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২১, ২০:৫৫  
আপডেট :
 ১৯ জানুয়ারি ২০২১, ১১:১৮

ভারত থেকে উপহার আসছে ২০ লাখ টিকা
ফাইল ছবি

সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা আগামী বুধবার (২০ জানুয়ারি) বাংলাদেশে আসবে। সরকারের ঊর্ধ্বতন একাধিক কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। খবর প্রথম আলোর

জানা গেছে, বুধবার ২০ লাখ টিকা আসবে। ভারত সরকার এই টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দেবে।

এ প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল আবার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, ‘ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে টিকা উপহার দেওয়ার ব্যাপারে চিঠি দিয়েছে। চিঠিতে অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার ২০ লাখ টিকা দেওয়ার কথা বলা হয়েছে। ২০ তারিখে এই টিকা আসার কথা।’

এর আগে সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছিলেন, ভারত থেকে উপহার হিসেবেও করোনাভাইরাসের টিকা পাবে বাংলাদেশ, যা শিগগিরই দেশে পৌঁছাবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সব কিছু ঠিক থাকলে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে মাঠ পর্যায়ে করোনাভাইরাসের টিকা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। সেজন্য আগামী ২৬ জানুয়ারি থেকেই অনলাইনে নিবন্ধন শুরু হবে।’

টিকার প্রয়োগ সংক্রান্ত পরিকল্পনায় বলা হয়েছে, অগ্রাধিকার তালিকাভুক্ত জনগোষ্ঠীকে প্রথম ডোজ দেওয়ার আট সপ্তাহ পর দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হবে। টিকার প্রাপ্যতা অনুযায়ী মাসভিত্তিক একটি বিতরণ তালিকাও তৈরি করা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/কেআই/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত