ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

২ পুলিশ সদস্য নিহত: ঘটনাস্থলে এসপি ও সিআইডি

  লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২১, ২৩:০৩

২ পুলিশ সদস্য নিহত: ঘটনাস্থলে এসপি ও সিআইডি
ছবি- প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধায় সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার আবিদা সুলতানা ও লালমনিরহাট সিআইডি’র সহকারী পুলিশ সুপার আতাউর রহমান।

সোমবার বিকালে তারা বুড়িমারী-লালমনিরহাট আঞ্চলিক মহাসড়কের খানের বাজার এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করেন।

এর আগে ওই এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হাতীবান্ধা থানার ডিএসবি শাখায় কর্মরত এসআই আব্দুল মতিন ও কনস্টেবল মুজিবুল হক নিহত হন। লালমনিরহাটের সিনিয়ন সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) তাপস সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ এরশাদুল আলম জানান, ওই থানার ডিএসবি শাখার এসআই আব্দুল মতিন ও কনস্টেবল মুজিবুল আলম ওরফে হাজী মোটরসাইকেলযোগে বড়খাতা ফকিরপাড়া থেকে হাতীবান্ধা থানায় ফিরছিলেন। এসময় খানের বাজার এলাকায় পৌঁছালে পাথর বোঝাই একটি ট্রাক পার হতে গেলে মোটরসাইকেলসহ ট্রাকের নিচে ঢুকে পড়েন তারা। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

এসআই আব্দুল মতিনের বাড়ি কুড়িগ্রামের ভুরুঙ্গামারী ও কনস্টেবল মুজিবুল আলমের বাড়ি রংপুরের গঙ্গাচড়া বলে জানা গেছে।

ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন। পরে লাশ উদ্ধার করে লালমনিরহাটে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন- লালমনিরহাটে ট্রাকচাপায় ২ পুলিশ সদস্য নিহত

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত