ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৭ মিনিট আগে
শিরোনাম

৮ ঘণ্টা ফেরি বন্ধ, পাটুরিয়ায় দীর্ঘ যানজট

  শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২১, ১৩:০৫  
আপডেট :
 ১৯ জানুয়ারি ২০২১, ১৩:২১

৮ ঘণ্টা ফেরি বন্ধ, পাটুরিয়ায় দীর্ঘ যানজট
ফাইল ফটো

ঘন কুয়াশার কারণে সোমবার দিবাগত রাত ৩টা থেকে মঙ্গলবার সকাল ১১টা পর্যন্ত আট ঘণ্টা পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে।

রাত ৩টার পর কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে দুর্ঘটনার আশঙ্কায় ফেরি চলাচল বন্ধ করে দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ সময় ফেরিগুলো লোড নিয়ে উভয় ঘাট এলাকায় নোঙর করে বসে থাকতে বাধ্য হয়।

দীর্ঘ সময় ফেরি ও লঞ্চসহ বিভিন্ন নৌযান চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এ যানজটের দীর্ঘ সারি পাটুরিয়া-ঢাকা মহাসড়কের উথলীর মোড় পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার বিস্তৃত হয়ে পড়ে। ফলে ফেরি ও লঞ্চ পারাপার যাত্রীদের তীব্র শীতের মধ্যে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।

পাটুরিয়া ঘাট এলাকায় কয়েকশ' বাস-কোচ ও ট্রাকসহ বিভিন্ন যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে।

আরিচা অফিসের বিআইডব্লিউটিসির ডিজিএম জিল্লুর রহমন জানান, পাটুরিয়-দৌলতদিয়া নৌ-রুটে ঘন কুয়াশার কারণে গতকাল সোমবার রাত ১০টা থেকে আজ মঙ্গলবার সকাল ১১টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকে। এরপর কুয়াশার মাত্রা কমতে থাকলে এ নৌ-রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এ নৌ-রুটে চলাচলরত ১৭টি ফেরির মধ্যে তিনটি ফেরি বিকল থাকায় ১৪টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত