ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

ট্রেনের ধাক্কায় ট্রলি আছড়ে পড়লো দোকানে, নিহত ১

  পাবনা প্রতিনিধি

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২১, ১৬:০৭

ট্রেনের ধাক্কায় ট্রলি আছড়ে পড়লো দোকানে, নিহত ১
ছবি- প্রতিনিধি

পাবনার সুজানগর উপজেলার তাঁতিবন্দ স্টেশনের কাছে হুদারপাড়া এলাকায় ঢালারচর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ইট বহনকারী ট্রলিশ্রমিক দবির খাঁ (৬০) নিহত হয়েছেন। এ সময় ট্রলির চালকসহ অপর ৪ জন আহত হন।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিক দবির খাঁ হুদারপাড়া গ্রামের মৃত ফকির খাঁর ছেলে।

আহতরা হলেন, আলম হোসেন (৫০), আসিফ ইকবাল (২২), আমিনুল ইসলাম (৪৫) ও শাহজাহান আলী (৭০)। তারা পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানায়, সকালে ঢালারচর থেকে রাজশাহীর উদ্দেশে যাওয়ার সময় তাঁতীবন্দ নামক স্থানে ইেটবোঝাই ট্রলির সাথে ট্রেনটির মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রলিটি রাস্তা থেকে ছিটকে পড়ে রাস্তার পাশে থাকা ইলেকট্রিক খুঁটির সাথে ধাক্কা খায়। এরপর খুঁটি ভেঙে চায়ের দোকানের ওপর ইটবোঝাই ট্রলিটি আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলে ওই ব্যক্তি মারা যান।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদ্দোজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতরা চিকিৎসাধীন রয়েছেন।

ঈশ্বরদী জিআরপি থানার ওসি গোপাল কুমার কর্মকার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ট্রেনের কোনো ক্ষতি হয়নি, সেটি গন্তব্যে পৌঁছেছে। জিআরপি পুলিশের দুটি টিম ইতিমধ্যে ঘটনাস্থল ও হাসপাতালের উদ্দেশ্যে গেছেন।

ঘটনাস্থলের উদ্দেশ্যে আসা এসআই আমজাদ হোসেন মঙ্গলবার বেলা ১টায় জানান, তারা তখনও পথে রয়েছেন। ঘটনাস্থলে গিয়ে তারা পুরা বিষয় জানতে পারবেন।

সুজানগর উপজেলা নির্বাহী অফিসার রওশন আলী জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা সেখানে একটি রেলগেট করার দাবি জানিয়েছেন।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত