ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৩ মিনিট আগে
শিরোনাম

বৃষ্টি শেষে বাড়বে শীত

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২১, ১৬:৩৭  
আপডেট :
 ২০ জানুয়ারি ২০২১, ১৬:৪০

বৃষ্টি শেষে বাড়বে শীত

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবারও এমন বৃষ্টির হতে পারে। বৃষ্টির পর শুক্রবার থেকে কয়েকদিন শীতের অনুভূতিও বাড়বে বলে জানান আবহাওয়াবিদ ওমর ফারুক।

তিনি বলেন, ঢাকাসহ অনেক এলাকায় এমন ঝিরঝিরে বৃষ্টি হয়েছে। ঢাকায় দশমিক ৪ মিলিলিটার। বৃহস্পতিবারও দিনের যে কোনো সময় দেশের বিভিন্ন এলাকায় এমন বৃষ্টি হতে পারে।

ওমর ফারুক বলেন, দুই-তিন দিন পর শীত তো বাড়বেই। শুষ্ক আবহাওয়ায় ঘন কুয়াশা ও শীতের তীব্রতা বেশ কয়েক দিন থাকতে পারে।

এদিকে ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় হালকা/গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে।

দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকবে। কোথাও কোথাও মাঝ রাত থেকে দুপুর পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে।

বাংলাদেশ জার্নাল/আরএ

  • সর্বশেষ
  • পঠিত